দ্য ওয়াল ব্যুরো: দশ দিন আগে পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম। ছিলেন পাঠানকোটের কর্মস্থলে। অবশেষে আজ শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরছেন তিনি। তাই খুশির হাওয়া পরিবারে। সকাল সকালই এসে গেল কেক। পূর্ণম কখন ফিরবেন জানা নেই স্ত্রী রজনীর। তবে সেলিব্রেশনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন।