দ্য ওয়াল ব্যুরো: কলেজে ভাইস প্রিন্সিপাল উপস্থিত, গেটের সামনে দাঁড়িয়ে গার্ড, তবুও আইন পড়ুয়া ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে কলেজ চত্বরেই নিগ্রহ, ঘটনায় ধাক্কা খেয়েছে শহরবাসী। সাউথ ক্যালকাটা ল কলেজের (Kasba Law College) ভিতরে এমন ভয়াবহ ঘটনার পর রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানে আদৌ কোনও সুরক্ষা আছে কিনা, উঠছে সেই প্রশ্নও।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, “আমি হতবাক, আমি ব্যথিত। কলেজ চত্বরে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”