দ্য ওয়াল ব্যুরো: একটা সময় প্যারিস ছিল শিল্পের শহর। এখন প্যারিস মানে পিএসজি (PSG)। অর্থের রাংতায় মোড়া, স্বপ্নের তারায় সাজানো, গলায় ইউরোপ দখলের সুর তুলে এগারোজন গ্ল্যাডিয়েটর ফুটবলের ময়দানে নামে এবং বেশিরভাগ সময় প্রতিপক্ষের চোখে জলে গানের অন্তিম চরণ সমে গিয়ে পৌঁছয়।
দ্য ওয়াল ব্যুরো: চিত্রনাট্য অনুযায়ী, পিএসজি ফেভারিট। যারা বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ সবাইকে চার গোল দিয়ে ফাইনালে উঠেছে। প্রতিপক্ষ চেলসি। ধারে নির্বিষ, ভারে দুর্বল। কত গোলে ক্লাব বিশ্বকাপ ফাইনাল জিতে ট্রফি হাতে তুলবে ফ্রান্সের ক্লাব, সেই নিয়ে তর্ক জমেছিল।
কিন্তু সেই চিত্রনাট্য এফোঁড়ওফোঁড় করে নিউ এজ চেলসির নয়া রূপকথা লিখলেন কোল পালমার৷ প্রথমার্ধে দু'গোল, একটা অ্যাসিস্ট। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ স্কোরলাইনে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ জিতল ইংল্যান্ডের ক্লাব।
দ্য ওয়াল ব্যুরো: ‘আপনার দল কি কষ্ট পেতে প্রস্তুত? এই যে, পিএসজি কাল ম্যাচের আগাগোড়া বল পজেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখবে, সেটা মেনে নিতে মানসিক ও শারীরিকভাবে তৈরি তো?’
দ্য ওয়াল ব্যুরো: দেখতে গেলে, ২৪ মিনিটেই ম্যাচ শেষ। ততক্ষণে দেয়াললিখন স্পষ্ট: আজ আর যাই হোক, ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অতীতের মতো মহাকাব্যিক কামব্যাক করতে পারবে না রিয়াল মাদ্রিদ। শুধু তিন গোলে পিছিয়ে থাকাই নয়, ‘মনোবল’ নামক বস্তুটাও কর্পূরের মতো উবে গিয়েছে। হতোদ্যম এমবাপে। হতবীর্য ভিনিসিয়াস। আর টাচলাইনে দাঁড়িয়ে হতবিহ্বল জাবি আলনসো। নিউ জার্সির ইস্ট র্যাদারফোর্ডের রোদজ্বলা দুপুরে পিএসজির মুহুর্মুহু হানায় বুদ্ধিভ্রষ্ট রিয়াল মাদ্রিদ। বাকি ৬৬ মিনিট ধরে যা চলল, তাকে এককথায় ট্রেনিং সেশন বলা যেতে পারে। কিংবা উত্তর-আধুনিক পাসিং ফুটবলের চিত্রময় প্রদর্শনী। যার ফাঁসে খাবি খে
দ্য ওয়াল ব্যুরো: সাত বছর ধরে নাগাড়ে সাফল্য, ট্রফির পর ট্রফি, রেকর্ডের পর রেকর্ড… শেষে চর্চিত বিচ্ছেদ। কিলিয়ান এমবাপে ও ফরাসি ফুটবল ক্লাব পিএসজির (PSG) সম্পর্ক আদ্যন্ত ঘটনাবহুল, নাটকীয়। সেই অধ্যায়ের নতুন কিস্তি লেখা হবে ক্লাব বিশ্বকাপে। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপে নামতে চলেছেন পুরনো ক্লাব পিএসজির বিরুদ্ধে।
দ্য ওয়াল ব্যুরো: ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের মহারণে মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ-পিএসজি। তার আগে গতকাল কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডকে হারাল জাবি আলোনসোর টিম। অন্য ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে পরাস্ত করেছে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি।
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি কোনও দলের হয়ে খেলছেন আর তারা ৪ গোলে হারছে—এই ছবি বিরল। কেরিয়ারে খুব কমবারই বিরাট ব্যবধানে পরাজয়ের মুখ দেখেছেন আর্জেন্তিনীয় ফুটবল তারকা।