দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দেবী দুর্গার ভোগে লাগবে। সে কথা মাথায় রেখেই লাভের আশায় ফুলকপি চাষ করেছিলেন হরিহরপাড়া থানার দস্তুরপাড়া গ্রামের চাষিরা। প্রতিবছরের মতো এবারও জমি ভরে ফুলকপির ফলন হলেও, গত কয়েক দিনের টানা বৃষ্টি আর তারপরে প্রচণ্ড রোদে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
খেতের কপি নষ্ট হচ্ছে খেতে। বিঘের পর বিঘে জমিতে চাষের ফুলকপি, সবই নষ্ট হয়ে গেছে প্রতিকূল আবহাওয়ায়। এখন কী করে এই ক্ষতি সামলাবেন, বুঝে পাচ্ছেন না ঋণ নিয়ে চাষ করেছেন অনেকেই। সেই টাকা কীভাবে শোধ করবেন, ভেবে চিন্তায় ঘুম উড়েছে তাঁদের।
#REL