দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ জেলার কেদারতলা উত্তরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এবারও বর্ষা শুরু হতেই এই কেন্দ্রে শিশুদের যাতায়াত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার একমাত্র পথটি পুকুরের ধার ঘেঁষে সরু আল। ওই পথে প্রতিদিন ঝুঁকি নিয়ে ছোট ছোট শিশুদের স্কুলে পৌঁছে দিতে হচ্ছে অভিভাবকদের। অনেকে আবার পাশের বাড়ির উঠোন দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানেও পড়তে হয় প্রতিবেশীদের বাধার মুখে।