দ্য ওয়াল ব্যুরো: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিউইয়র্কে জাতিসংঘের তরফে প্রকাশিত বক্তাদের প্রাথমিক তালিকায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে। তাই আগামী মাসেই মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে কি দুই দেশের শুল্কযুদ্ধের মধ্যেই মুখোমুখি হতে পারেন মোদী-ট্রাম্প? এনিয়ে কৌতূহল বাড়ছে।