দ্য ওয়াল ব্যুরো: একমাসও হয়নি। নরওয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডি গুকেশের কাছে হেরে রাগের বশে টেবিল চাপড়েছিলেন দুনিয়ার এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। সেটা ছিল ক্লাসিক্যাল দাবা। এবার ব্লিৎজেও তিনি একইভাবে কুপোকাত হলেন। হারালেন সেই গুকেশ। তবে এবার টেবিল থাবড়ালেন না, উত্তেজিত হ্যান্ডশেকও সারলেন না। বদলে দাঁড় করালেন অজুহাত। জানালেন, দাবা বস্তুটাই আর উপভোগ করছেন না তিনি। প্রতিযোগিতার উত্তেজনা হারিয়ে ফেলছেন!