দ্য় ওয়াল ব্যুরো: এক নতুন অধ্যায় শুরু করলেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সারার নয় মাসের মাথায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। অবশেষে দীর্ঘ দিনের প্রেমের পরিণতি পেল নতুন পরিচয়—নবদম্পতি।
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেও যাঁরা হাত ধরে ঘুরতেন দিল্লি থেকে প্যারিস, পর্তুগাল—আজ তাঁদের দেখলে মনে হতো অচেনা মানুষ। মুখোমুখি হলেও একেবারেই এড়িয়ে যেতেন, সোশ্যাল মিডিয়াতেও একে অপরের নামগন্ধ ছিল না। হ্যাঁ, কথা হচ্ছে বলিউডের চর্চিত জুটি মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরকে নিয়ে।
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোটি টাকার প্রতারণা মামলায় লুক-আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। অভিযোগ, এই সেলিব্রিটি দম্পতি প্রায় ৬০ কোটি টাকা প্রতারণা করেছেন এক ব্যবসায়ীর কাছ থেকে, যা তাঁদের এখন বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিনিয়োগের নামে নেওয়া হয়েছিল।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) মামলাটির দায়িত্বে আছে। পুলিশ খতিয়ে দেখছে শিল্পা ও কুন্দ্রার ভ্রমণ সংক্রান্ত নথি। সংস্থার নিরীক্ষককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের মে মাসে দ্বিতীয়বার গর্ভাবস্থার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী গওহর খান। ২০২৩ সালে প্রথম সন্তানের জন্মের দুই বছরের মাথায় আবারও খুশির খবর এল তাঁর পরিবারে।
১ সেপ্টেম্বর গওহর এবং স্বামী জায়েদ দরবারের ঘরে জন্ম নিল দ্বিতীয় পুত্রসন্তান। নিজের ইনস্টাগ্রামে একটি সিংহ-সিংহী এবং শাবকদের ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর দেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ। ভালবাসা ও কৃতজ্ঞতা—গওহর ও জায়েদ।”
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দুই বছরের প্রেমের পর অবশেষে বাগদান (Engagement) করলেন বিশ্বখ্যাত গায়িকা টেলর সুইফট (Taylor Swift) এবং কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ রোম্যান্টিক ছবি শেয়ার করে টেলর ঘোষণা করলেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।”
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে তাঁরা একে অপরের পাশে থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা তাঁদের প্রেমকাহিনি নিয়ে এক বিশেষ তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, শিল্পাকে বিয়ে করার জন্য তাঁকে লন্ডন ছেড়ে মুম্বইয়ে চলে আসতে হয়েছিল।
রাজ কুন্দ্রা জানান, শিল্পার একটাই শর্ত ছিল, তিনি কোনওভাবেই ভারত ছেড়ে অন্য দেশে থাকবেন না। রাজ কুন্দ্রা বলেন, “শিল্পা আমাকে স্পষ্ট করে বলে দিয়েছিল, আমি কোনও বিদেশি বা এনআরআইকে বিয়ে করব না। আমাকে ভারতেই থাকতে হবে, আমি দেশ ছাড়তে পারব না।”
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী কিরণ খের সবসময় নিজের মতামত খোলাখুলি জানাতে দ্বিধা করেন না। এটা তাঁর ভক্তরা ভাল করেই জানেন। তবে এই অভ্যাস মাঝে মাঝে তাঁর স্বামী, অভিনেতা অনুপম খেরের তেমন পছন্দ হয় না। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ এই প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন।
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের ব্যক্তিগত জীবন নিয়ে চলছিল বেশ গুঞ্জন, বিশেষত তাঁর সম্পর্কের দিক দিয়ে। সম্প্রতি শোনা যাচ্ছিল, তিনি তামিল চলচ্চিত্রের সুপারস্টার ধনুষের সঙ্গে প্রেম করছেন। বিভিন্ন পার্টি ও স্ক্রিনিংয়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল, এমনকি ম্রুনাল ধনুষের বোনদেরও ইনস্টাগ্রামে ফলো করেছেন। তাদের একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা গুঞ্জন আরও বাড়িয়ে তোলে। যদিও দাবি করা হচ্ছিল তাদের বন্ধুত্ব এখন প্রেমে রূপ নিয়েছে, তবু তারা নিজস্ব ইচ্ছায় সম্পর্ককে প্রকাশ্যে আনার চেষ্টায় নেই।
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ডেবিউ করা নায়ক আহান পান্ডের প্রথম ছবি 'সাইয়ারা' মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে হইচই ফেলে দিয়েছে। ইতিমধ্যেই ছবিটি ৫০০ কোটির বেশি আয় করেছে এবং এখনও সফলভাবে চলছে। ছবির সাফল্যে খুশির জোয়ারে ভেসে গেছেন বলিউড অভিনেতা ববি দেওল।
এক সাক্ষাৎকারে ববি জানান, 'সাইয়ারা' দেখে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। ছবিটি তাঁকে আহানের শৈশবের দিনগুলো মনে করিয়ে দেয়। ববি বলেন, “আহান আমার চোখের সামনেই বড় হয়েছে। ছোটবেলায় সে স্পাইডার-ম্যানের পোশাক পরে মজা করত, পাঞ্চিং ব্যাগে ঘুষি মারত… শুরু থেকেই ও খুব এনার্জেটিক ছিল।”
দ্য ওয়াল ব্যুরো: প্রথম ছবির শ্যুটিং। বেশ নার্ভাস শিবা চড্ডা। অথচ তখনই তিনি প্রত্যক্ষ করলেন বলিউডের এক সুপারস্টারের রাগের বহিঃপ্রকাশ। হ্যাঁ, সলমন খানকেই বলছিলেন অভিনেত্রী শিবা। একটি দৃশ্যের শ্যুট চলাকালীন হঠাৎ করেই সেট ছেড়ে বেরিয়ে যান সলমন। সঞ্জয় লীলা ভন্সালীর ‘হম দিল দে চুকে সনম’-এর সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করলেন অভিনেত্রী।