দ্য ওয়াল ব্যুরো: আবারও বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের সমাজকল্যাণ দফতরের মন্ত্রী সঞ্জয় শিরসাট। এক ভাইরাল হওয়া ভিডিও ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। অন্তর্বাস পরে ঘরে বসে ধূমপান করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর পাশেই একটি বড় ব্যাগ, তাতে নগদ টাকা রয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে। এই ভিডিও সামনে আসার ঠিক আগেই তিনি আয়কর দফতর থেকে একটি নোটিস পান সম্পত্তির হঠাৎ বৃদ্ধি নিয়ে।