দ্য ওয়াল ব্যুরো: অসমের (Assam) ফরেন ট্রাইব্যুনালের পাঠানো নাগরিকত্ব সংক্রান্ত নোটিসে রাজবংশী সমাজের উত্তম ব্রজবাসীর (Uttam Brajabasi) নাম জড়ানোর পর এবার তাঁকে দেখা যাবে ২১ জুলাইয়ের (21 July) শহিদ সমাবেশের মঞ্চে। কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তমবাবু নিজের নাগরিক পরিচয় নিয়ে ক্ষুব্ধ এবং বিস্মিত। তাঁর দাবি, তিনি কখনওই অসম বা কোচবিহার ছেড়ে কোথাও যাননি।