দ্য ওয়াল ব্যুরো: সংসদের (Parliament) সামনে একটি মসজিদে (Mosque) সস্ত্রীক গেছিলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সেই সফর ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কারণ বড় অভিযোগ করেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের অভিযোগ, ধর্মীয় স্থানে আদতে রাজনৈতিক বৈঠক করতে গেছিলেন অখিলেশ। আর তাঁর স্ত্রীর পোশাকও মসজিদে পরার মতো ছিল না।