দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই একদিকে যখন কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ সভা কর্মসূচি হচ্ছে, সেই একই সময়ে বিজেপির যুব মোর্চার ‘উত্তরকন্যা অভিযান’ ঘিরে উত্তাল শিলিগুড়ি। এদিন সকালেই শিলিগুড়ি পৌঁছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাঁর নেতৃত্বেই উত্তরবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকরা উত্তরকন্যা অভিযান করছেন। আর এই কর্মসূচি থেকেই উত্তরকন্যাকে 'পবিত্র' করার ডাক দিলেন শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারীরা।
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের ঐতিহাসিক মঞ্চ (21JulyRally) থেকে বড়সড় অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ মমতাবালা ঠাকুর (MamataBala Thakur )।
তাঁর অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর (Shantanu Thakur) মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার (CitizenshipBill ) প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মতুয়াদের মধ্যে বিভাজনের রাজনীতি করারও অভিযোগ আনেন তিনি।
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই (21 July) কর্মসূচির জন্য হাজার হাজার মানুষ এখন কলকাতায় জমা হয়েছে। এদিকে আজই বিজেপির যুব মোর্চা উত্তরকন্যা অভিযান (Uttarkanya Abhijan) করবে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যই সকালে উত্তরবঙ্গে রওনা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে তার আগে কটাক্ষ করে গেছেন শাসক শিবিরের এই কর্মসূচিকে।
দ্য ওয়াল ব্যুরো: একুশ জুলাই দিলীপ ঘোষের কর্মসূচি ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। ওইদিন কি তাঁকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এনিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। শনিবার দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবিষয়ে জল্পনা জিইয়ে রেখেছিলেন তিনি। তারপরই দিলীপ ঘোষের (Former Bengal BJP President Dilip Ghosh) দফতর থেকে একটি পোস্ট করা হল, যেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কর্মসূচি নিয়ে জানানো হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর বঙ্গসফরের দিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লি যান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এনিয়ে রাজনীতির অন্দরেই বিস্তর জলঘোলা হয়েছে। শনিবার বিকেলেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে কথা বললেন তিনি। একদিকে যেমন প্রধানমন্ত্রীর সভায় ডাক না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তেমনই একুশে জুলাইয়ে (21 July) তাঁর কর্মসূচি নিয়েও জল্পনা জিইয়ে রাখলেন।
দ্য ওয়াল ব্যুরো: ওড়িষায় (Odisha) রাস্তা আটকে ১৫ বছরের ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে (Studnet set fire) দেওয়ার ঘটনায় তুমুল হইচই শুরু হয়েছে। এই সাংঘাতিক ঘটনার সঙ্গে 'বেটি বাঁচাও' স্লোগানকে কটাক্ষ করে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের শশী পাঁজা (Shashi Panja )। কী বলেছেন তার আগে প্রেক্ষাপট জানা প্রয়োজন।
ঘটনা হল, বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল বছর পনেরোর এক ছাত্রী। হঠাৎ তার রাস্তা আটকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তিন অজ্ঞাতপরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ভর্তি করানো হয় হাসপাতালে। ঘটনাস্থল ওড়িশার নীমপড়ার বেয়াবার।
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ধরা পড়া বহুচর্চিত ধর্মান্তর চক্রের মূল অভিযুক্ত ছঙ্গুর বাবা (Chhangur Baba) নিজেকে একটি আরএসএস-ঘনিষ্ঠ (RSS) সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে পরিচয় দিতেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি ব্যবহার করতেন ওই সংগঠনের লেটারহেডে, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে তদন্তকারী সংস্থা।
দ্য ওয়াল ব্যুরো: অসমে(Assam) বাংলা ভাষাভাষী মানুষের উপর (Bangla Language) ‘ভাষাগত বৈষম্য’ (Language Politics ) নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রবিবার এক টুইট বার্তায় কেন্দ্র ও অসমের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বললেন, ‘‘বাংলা দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। অসমেও এটি দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। সেই ভাষাকে সম্মান না দিয়ে, যাঁরা বাংলার পক্ষে শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এটা অসাংবিধানিক ও বৈষম্যমূলক।’’