দ্য ওয়াল ব্যুরো: এতদিনে ক্রমশ স্পষ্ট হচ্ছে যে মোদী-অমিত শাহ শিবির বনাম আরএসএস তথা সঙ্ঘ পরিবারের একটা জোরদার সংঘাতের পরিস্থিতি তৈরি হতে চলেছে। বলা যেতে পারে সেই সংঘাতের বিষয়টি চাপাই ছিল। কিন্তু শুক্রবার তা প্রায় হাটখোলা করে দিলেন মোদী-শাহ ঘনিষ্ঠ বিজেপি নেতা ও সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)।