দ্য ওয়াল ব্যুরো: কসবা আইন কলেজের ঘটনায় শনিবার রাজ্য সরকারকে দুষল কেন্দ্রীয় বিজেপি। আরজি কর কাণ্ডের বছর গড়ানোর আগে ফের কলকাতার বুকে আইন ছাত্রীকে নৃশংস ধর্ষণের ঘটনায় তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ তুলে বলেন, কেন ওই রাজ্যে এত অসংবেদনশীলতা?