দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে গণধর্ষণকাণ্ডে (Kasba Law College gangrape Case) মূল অভিযুক্ত এবং ওই কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্রর (Manojit Mishra) একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। কীভাবে দিনের পর দিন কলেজে রাজত্ব চালাতেন, ক্যাম্পাসের ভিতরেই ছাত্রীদের হেনস্থা করতেন, বেরিয়ে আসছে সেই চাঞ্চল্যকর অভিযোগগুলি। এবার ল কলেজের আরও এক ছাত্রী ধৃতের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন। জানালেন সেই ভয়ংকর মুহূর্তে তাঁর সঙ্গে ঠিক কী কী হয়েছিল?