দ্য ওয়াল ব্যুরো: যিনি খেলেন, ম্যাচ জেতেন, তিনি লাফান, উপরন্তু নাচেনও!
ইউএস ওপেনের কোর্টে নোভাক জোকোভিচ (Novak Djokovic) অনেকবারই শত্রু বধ করেছেন। কখনও খেতাব জিতেছেন, আনন্দে মেতেছেন। কখনও হাড্ডাহাড্ডি লড়েও খালি হাতে ফিরতে হয়েছে, চোখের কোণে ঝিলিক মেরেছে দু’ফোঁটা জল!