দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেনিসের ইতিহাসে নতুন অধ্যায়। লিখলেন যিনি, তাঁর নাম ইয়ুকি ভাম্বরি (Yuki Bhambri)। কেরিয়ারে প্রথমবারের জন্য জায়গা করে নিলেন গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে। নিউইয়র্কের ফ্লাশিং মেডোয় পুরুষদের ডাবলসে মাইকেল ভেনাসের (Michael Venus) সঙ্গে জুটি বেঁধে বাজিমাত করলেন তিনি।