দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে মায়ের সঙ্গে সেলফি তোলা— শুনতে যত সহজ, বাস্তবে তা অনেক সময়ই অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠেলাঠেলি, লম্বা লাইন, ‘No Selfie’ বোর্ড আর স্বেচ্ছাসেবকদের কড়া নজর, এর মাঝেই বেশিরভাগ দর্শনার্থীর স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এই চেনা সমস্যারই অভিনব সমাধান নিয়ে এসেছে বাঙালির প্রিয় ব্র্যান্ড সানরাইজ।