দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গ্রামের পুজো দেখতে এসে চিনা নাগরিকরা ঢাক বাজালেন। আরতি করলেন, আলপনা দিলেন, হাত লাগালেন নাড়ু তৈরিতেও। চুটিয়ে উপভোগ করলেন শারদীয়ার আনন্দ।
কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে গ্রামের পুজো দেখতে হাজির হয়েছিলেন চিনা নাগরিকরা। ষষ্ঠীর সকালে পান্ডুয়ার অজ গাঁ ভুঁইপাড়া বারোয়ারি পুজো কমিটির দুর্গাপুজোয় হাজির হন এই চিনা নাগরিকরা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
#REL