দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জট মুক্তি। যুদ্ধের মধ্যেই ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর জন্য আকাশসীমা খুলে দিল ইরান (Iran has opened airspace)। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে শুক্রবার রাতে ১১টা নাগাদ ইরান থেকে আটকে থাকা পড়ুয়াদের (One thousand students are returning home on Friday night) একাংশ নিয়ে দিল্লিতে (Delhi) অবতরণ করবে বিশেষ বিমান।