দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকায় (West Bengal Voter list) বিশেষ নিবিড় সংশোধনের (SIR) জন্য যখন নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তখন বড় শর্ত দিলেন লোকসভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, বাংলায় ভোটার তালিকায় সংশোধন হোক, আপত্তি নেই। কিন্তু তার আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। কেন্দ্রের সরকারও ভেঙে দেওয়া হোক। তার পর গোটা দেশে এক সঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হোক।