দ্য ওয়াল ব্যুরো: আরসিবির (RCB) বিজয় মিছিলকে (Road Show) ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও তার জেরে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনায় ১১ জনের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শোকপ্রকাশ করলেন। সহমর্মিতা জানালেন। এর পাশাপাশি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে একহাত নিয়ে বলে দিলেন, উৎসবকে কেন্দ্র করে ১১ জনের মৃত্যু কোনওভাবেই বরদাস্ত করা যায় না।
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জয় উদ্যাপনের দিন ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। গুরুতর আহত আরও অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন RCB-র বিপণন শাখার শীর্ষ কর্মকর্তা নিখিল সোসালে। জানা গিয়েছে, ঘটনার পরেই তিনি শহর ছেড়ে চলে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের পথে রওনা দিয়ে দিয়েছিলেন। সেই সময়ই তাকে গ্রেফতার করে পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সাল আপাতত ইউরোপের ময়দানজুড়ে স্বপ্নপূরণের উতল হাওয়া চারিয়ে দিয়েছে। একের পর এক দল—কেউ লিগ টেবিলে ‘বামন’, বহু বহু বছর খেতাব জয়ের দূরতম প্রচ্ছায়ায় ছিল না, ঘরে কাপ এনেছে। এমন অনেক ‘দৈত্য’ ক্লাব, যাদের বিত্তবান মালিক টিমের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছে, অথচ পরম কামনার খেতাব ঘরে আনেনি, অবশেষে শেষ হাসি হেসেছে!
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিল আরসিবি কর্তৃপক্ষ। পাশাপাশি আহতদের চিকিৎসা ও অন্যান্য সাহায্যের জন্য গড়া হচ্ছে বিশেষ তহবিল।
দ্য ওয়াল ব্যুরো:পুলিশের কথায় কান দেয়নি কর্নাটকের কংগ্রেস সরকার। পুলিশ সরকারকে পরামর্শ দিয়েছিল যে, স্কুল-কলেজ, অফিস-কাছারির দিন বাদ দিয়ে বিজয়োৎসব রবিবার, ছুটির দিন করতে। কিন্তু, আয়োজকদের চাপে সরকার সেই পরামর্শে আমল দেয়নি। সূত্রে জানা গিয়েছে, পুলিশের কথা শুনে চললে সম্ভবত এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে কর্নাটক হাইকোর্টের আনা স্
দ্য ওয়াল ব্যুরো: কাল বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswami Stadium) ভেতরে যখন দাপিয়ে ডিজে চলছে, গান বাজছে, হুল্লোড় শুরু হয়েছে, আইপিএল বিজয়ী ক্রিকেটাররা যখন ট্রফি হাতে উল্লাস প্রদর্শন করছেন, ঠিক তখনই মাঠের বাইরে ভেসে উঠছে আর্তনাদ।
প্রশাসনিক গাফিলতিতে দলের বিজয় মিছিল দেখতে জমায়েত হাজারো সমর্থকের ঢেউ সুনামি হয়ে আছড়ে পড়ছে স্টেডিয়ামের প্রধান দরজায়! ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি পেরিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা যখন দানা বাঁধল, তখন প্রয়োজনের তুলনায় নগণ্য পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীরা কার্যত দর্শক!
দ্য ওয়াল ব্যুরো: স্থানীয় প্রশাসন ও আরসিবি শিবিরের মধ্যে যে সমন্বয়ের অভাব ছিল, অল্প সময়ে আয়োজনের কোনও সুরাহা না হওয়ার পরেও অনুষ্ঠান ঘোষিত হয়েছে এবং নির্ধারিত সূচি মাঝপথে বাতিল ও পরিবর্তনের জেরে যে ধোঁয়াশা বেড়েছে—পদপিষ্টের (Bengaluru Stampede) আসল কারণ হিসেবে একেই সামনে দাঁড় করিয়েছেন অনেকে।