দ্য ওয়াল ব্যুরো: কেন দীর্ঘদিন ধরে বলিউডের অভিনেতা আশিস বিদ্যার্থী কোনও সিনেমা করছেন না? এই প্রশ্ন উঠেছে বহুবার। কিন্তু কখনওই অভিনেতাকে এই নিয়ে কিছু বলতে দেখা যায়নি। এবার তার এই অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করলেন নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এখন থেকে তিনি শুধুমাত্র মুখ্য চরিত্রেই অভিনয় করতে চান – না হলে আর পর্দায় ফিরবেন না।