দ্য ওয়াল ব্যুরো: পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ছবির কাহিনিতে বারবার উঠে এসেছে পাকিস্তানের লিয়ারি, করাচি এবং বালোচিস্তানের বিস্তীর্ণ এলাকা। পর্দায় সাদা চুনাপাথরের পাহাড়, শুষ্ক উপত্যকা আর রুক্ষ প্রাকৃতিক দৃশ্য দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, শুটিং নিশ্চয়ই পাকিস্তানেই হয়েছে। শুধু ভারত নয়, পাকিস্তানের দর্শকেরাও পর্দায় ‘চেনা’ জায়গাগুলিকে দেখে খানিকটা বিভ্রান্ত হয়েছেন।