দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় (India-Pakistan social media follower) নিয়মিত ফলো করেন এমন মানুষ দু-দেশেই সংখ্যায় বিপুল। পহেলগামের হত্যাকাণ্ড (Pahalgam killing) এবং অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সময় বহু অ্যাকাউন্ট ভারত সরকার এ দেশে ব্লক করে দিয়েছিল। বুধবার সকাল থেকে সেগুলি ফের ভারতে দৃশ্যমান হতে থাকে। ২৪ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার সকাল থেকে সেগুলি সোশ্যাল মিডিয়া থেকে উধাও। ক্লিক করলে দেখাচ্ছে, এই অ্যাকাউন্টের কনটেন্ট দেখার অনুমতি নেই। ২৪ ঘণ্টার মধ্যে ভারত সরকারের সিদ্ধান্ত বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে।