দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর গত মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি অভিযান শুরু করেছেন বিএলও-রা। তাঁদের মূল কাজ, ভোটারদের দিয়ে এনুমারেশন ফর্ম ফিল-আপ করানো। সেই ফর্ম অনলাইনেও ভরা যাবে বলে জানিয়েছিল কমিশন। কিন্তু শুরুর দিন থেকে তা কার্যকর হয়নি। কিন্তু বৃহস্পতিবার থেকে অনলাইন ফর্ম ফিল-আপ করা যাবে বলে জানানো হয়েছে।