দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কলকাতামুখী বাস থেকে উদ্ধার হল ৭২ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতামুখী একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস দাঁড় করায় পুলিশ। তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট ৭২ লক্ষ টাকা উদ্ধার হয়।