দ্য ওয়াল ব্যুরো: ছ'দিন নিখোঁজ থাকার পর মিলল ত্রিপুরার কলেজছাত্রীর দেহ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন স্নেহা দেবনাথ। বন্ধুর সঙ্গে দেখা করতে যাবনে বলে বেরিয়ে আর ফেরেননি। ত্রিপুরার সাবরুমে থাকা পরিবার যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন। হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহাও। অবশেষে যমুনা নদী থেকে মেলে তাঁর দেহ।