দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় নৃশংসভাবে খুন হয়েছেন (Murder in USA) এক প্রবাসী ভারতীয় (NRI)। খুনি তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে মাথা কেটে নিয়েছে! তারপর লাথি মেরে তা নিয়ে এগোচ্ছিলেন ওই যুবক, কাটা মাথাটিকে জঞ্জালের স্তূপে ফেলতে। সেই সময়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ।