রফিকুল জামাদার এবং সৌভিক বন্দ্যোপাধ্যায়
গত মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর (SIR West Bengal) তথা ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু হয়েছে। ইতিমধ্যেই যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে তাতে আগামী এক মাস ধরে রাজ্য জুড়ে হুলস্থূল পড়ার আশঙ্কা রয়েছে ষোল আনা। সন্দেহ নেই তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও বাড়তে পারে। এই অবস্থায় কী করণীয় তা অবশ্য জানিয়েছে নির্বাচন কমিশন (SIR in West Bengal)।