দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিজেপির (BJP) অগ্নিমিত্রা পল, মনোজ ওঁরাও, দীপক বর্মন, শংকর ঘোষকে বিধানসভার (Bidhansabha) পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার বিধানসভা বয়কট করল বিজেপি (BJP)! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় উপস্থিত তখন বিজেপি বিধায়করা বাইরে 'চুপ' লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হন।