দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান। প্রাইম ভিডিও অবশেষে প্রকাশ করল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের (The Family Man Season 3 Teaser) প্রথম টিজার। মাত্র এক মিনিটের ঝলকেই সাড়া পড়ে গেছে পরিবারে। হ্যাঁ পরিবারে, কারণ দ্য ফ্যামিলি ম্যানের প্রথম দুটো সিজন যাঁরা দেখেছেন, তাঁরা এতদিনে ওই ফ্যামিলিরই যেন মেম্বার হয়ে গেছেন। এবং মুখিয়ে রয়েছেন কবে সিজন থ্রি আসবে। মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) ওরফে শ্রীকান্ত তিওয়ারি আবার ফিরেছেন তাঁর অ্যাকশন-প্যাকড ভূমিকায়। তবে এবার যেন খেলাটা আরও বড়, আরও বিপজ্জনক।