দ্য ওয়াল ব্যুরো: সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের পর সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিয়াসা লেপচা! কখনও ব্রেকআপ আবার কখনও চুটিয়ে প্রেমের মধ্যেই কেটে গেল বেশ কিছুটা সময়। এরই মধ্যে আবার শোনা গিয়েছিল তাঁরা নাকি বিয়ে করছেন! এও শোনা গিয়েছিল সোহেলের মায়ের সঙ্গে নাকি সম্পর্ক ভাল নেই তিয়াসার! রটনার সীমা নেই। কথায় বলে, ঘটে বলেই রটে! সত্যিই কি তাই? সোহেলের মায়ের জন্মদিনেই পরিষ্কার হয়ে গেল সবটা।