দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার প্রতিমা মুখ অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ২০০৮ সালে স্টার জলসার প্রথম আধ্যাত্মিক সিরিয়াল 'দুর্গা' দিয়েই ইন্ডাস্ট্রিতে আসেন সন্দীপ্তা। দুর্গার মতো মুখের জোরেই জনপ্রিয়তার শিখরে ওঠেন তিনি। তবে তাঁর অভিনয়ের ধারও ছিল। 'দুর্গা' (Durga Serial) নামেই জনপ্রিয় ছিলেন তিনি।