দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অন্দরমহলে কত কী যে ঘটে! কিছু সামনে আসে, কিছু তলিয়ে যায় অন্ধকারে। টলিপাড়ায় এমনই এক বিতর্কিত অধ্যায় প্রাক্তন সাংসদ নুসরত জাহান ও তাঁর ট্যাটু অধ্যায়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সরগরম ইন্ডাস্ট্রি। বিয়ে, সম্পর্ক, সন্তান— সব মিলিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে হামেশাই থাকেন তিনি। খেয়াল করলে দেখা যাবে নুসরতের বুকে খোদাই করা রয়েছে ইংরেজির হরফে ‘Victory’ লেখা এক ট্যাটু যার বাংলা করলে দাঁড়ায় ‘বিজয়’।