দ্য ওয়াল ব্যুরো: একসময়ের খ্যাতনামা প্রযোজক রথীন মজুমদারের কন্যা বৈশাখী মজুমদার প্রথমবার পর্দায় অভিনয় করলেন পারমিতা মুন্সী পরিচালিত আসন্ন সিনেমা ‘হেমামালিনী’-এর জন্য নির্মিত একই নামের কবিতার ভিডিওতে। এই ভিডিওতে কণ্ঠ দিয়েছেন বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, আর সেই কাব্যিক আবহে অভিনয়ে আত্মপ্রকাশ করলেন বৈশাখী।