দ্য ওয়াল ব্যুরো: গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? প্রশ্নটা জয়জিৎকে করা হলে এযাবৎ সংবাদমাধ্যমকে তিনি বলে গিয়েছেন শুধু একটাই কথা, তাঁর আর শ্রেয়ার মধ্যে সব ঠিক আছে। বিচ্ছেদ? সে তো নেহাতই জল্পনা। তবু টলিপাড়ার আনাচে কানাচে সেই কবে থেকে গুঞ্জন, দু'জনার দু'টি পথ হয়েছে আলাদা। স্ত্রী শ্রেয়াও জয়জিতের সুরে সুর মিলিয়ে বিচ্ছেদ তত্ত্ব খারিজ করলেও জন্মদিনে কি বেরিয়ে পড়ল ফাটল? তাপ্পি-তত্ত্ব হয়ে গেল নাকচ?