দ্য ওয়াল ব্যুরো: মুখের ব্রণ ফাটাতে গিয়ে বিপত্তি। অল্পের জন্য বড় বিপদ এড়ালেন এক মার্কিন তরুণী। মিশিগান নিবাসী আলিশা মোনাকো নামের ওই যুবতী সম্প্রতি মুখে একটি ব্রণ ফাটান। সেটি ছিল মুখের এক অত্যন্ত বিপজ্জনক জায়গায়, যা চিকিৎসাশাস্ত্রে পরিচিত ‘ট্রায়াঙ্গল অব ডেথ’ নামে। এর পরে শুরু হয় ভয়ঙ্কর যন্ত্রণা, ফুলে যায় মুখ, এমনকি মুখে বেঁকে যেতে শুরু করে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাকের পাতা থেকে ঠোঁটের কোণা পর্যন্ত যে অংশে রক্তনালী সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়, তাকেই বলা হয় ‘ট্রায়াঙ্গল অব ডেথ’। এই জায়গার ব্রণ ফাটালে সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।