দ্য ওয়াল ব্যুরো: গতকালের মতো আজ, বুধবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি। কোথাও হালকা, কোথাও আবার অল্প সময়ের জন্য ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ফলে দুর্ভোগের চেনা ছবিটা আজও পাল্টানোর কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহের মাঝামাঝি এসে বৃষ্টি নিয়ে কিছুটা স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।