দ্য ওয়াল ব্যুরো: পুজোর পর পর হঠাৎ প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলা। সেই সময় পুজোর কার্নিভাল শেষ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ফেরার সময় তিনি জানান, অল্প সময়ের মধ্যেই আবারও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসবেন। সেই মতো সোমবার ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।