দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জয় উদ্যাপনের দিন ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। গুরুতর আহত আরও অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন RCB-র বিপণন শাখার শীর্ষ কর্মকর্তা নিখিল সোসালে। জানা গিয়েছে, ঘটনার পরেই তিনি শহর ছেড়ে চলে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের পথে রওনা দিয়ে দিয়েছিলেন। সেই সময়ই তাকে গ্রেফতার করে পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো: বাইশ গজে নামা ব্যাটসম্যানের, আর কিছু হোক না হোক, ডিমে অ্যালার্জি থাকার কথা। সে ডিম যার-তার ডিম নয়। হিরের ডিম। ডায়মন্ড ডাক (Diamond Duck)!
গৌতম গম্ভীরের জমানায় যে তারকা প্রথার অবসান ঘটতে চলেছে তা রবিচন্দ্রন অশ্বিনের আচমকা অবসরেই বোঝা গিয়েছিল। অশ্বিন তথাকথিত স্টার নন, দক্ষিণের এই শিক্ষিত ইঞ্জিনিয়ার ক্রিকেটারের পরিসংখ্যানই তাঁর হয়ে সারাজীবন কথা বলেছে। কিন্তু এ কথা ঠিক, নিউ জ়িল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরের দলের চূড়ান্ত ব্যর্থতা গম্ভীরকে বাধ্য করেছে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে। তারই অন্যতম দেশের সর্বকালের অন্যতম সেরা তারকা বিরাট কোহলির আচমকা অবসর ঘোষণা।