দ্য ওয়াল ব্যুরো: এক বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিহারের গোপালগঞ্জে (Bihar Gopalganj) রবিবার সন্ধ্যায় হঠাৎই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে (Bihar Biker's Death Rumours Mob excited)। ছড়িয়ে পড়ে বাইক আরোহীর মৃত্যুর গুজব। মুহূর্তের মধ্যেই ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় (Gopalganj mob violence)। ঘটনাটি ঘটেছে জেলার যাদোপুর চক সংলগ্ন এলাকায়।