দ্য ওয়াল ব্যুরো: মুখে সার্জিক্যাল মাস্ক। পরনে আকাশী রঙের ফুলে ছাপা জামা। চুলের অবস্থা উস্কোখুস্কো। দীর্ঘ তিন বছর সাড়ে তিন মাস পর জেল খেটে বাড়ি ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Bail)। সোমবার, অর্থাৎ, জেলমুক্তির আগের রাত পর্যন্তও প্রাক্তন মন্ত্রীর পাড়া নাকতলায় (Naktala) তেমন কোনও উত্তেজনা টের পাওয়া যায়নি। অথচ, 'কাতুদা' (পাড়ায় এই নামেই পরিচিত পার্থ) ঘরে ফিরতেই থিকথিক করছে ভিড় (West Bengal News)।