মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ : কলহের জেরে প্রায় দেড় বছর আগে স্বামীর ঘর ছেড়েছেন স্ত্রী। এই দাম্পত্যকলহ একাধিকবার থানা-পুলিশ এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। অভিযোগ, শেষ পর্যন্ত কোনও ভাবেই স্ত্রীকে বাগে আনতে দিতে না পেরে এবার তাকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ দিয়েছেন বিএলও (BLO) হিসেবে কর্মরত এক ব্যক্তি। এই ঘটনায় আলোড়ন পড়েছে সাগরদিঘি থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের পিল্কি গ্রামে।