সারাবছর ধরেই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন (Election Commission)। সংযোজন এবং বিয়োজন ও হয়, কিন্তু বছরের পর বছর ধরে তালিকায় থেকে যায় মৃত ভোটারের (Voter List) নাম। দায় কী শুধুই মৃত ভোটারের পরিবারের? কমিশন কী নিজে থেকে মৃত ভোটারের নাম বাদ দিতে পারেন?