দ্য ওয়াল ব্যুরো: হরিশ্চন্দ্রপুর-২ ব্লক অফিসের সদভাব ভবনে সভায় হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে আসে। প্রথমে সভার ভিতরে ও পরে বাইরে দু'পক্ষের অনুগামীদের মধ্যে শুরু হয় বচসা ও ধ্বধ্বস্তি । বিধানসভা ভোটের আগে যা নিয়ে দলের অন্দরেই চর্চা শুরু হয়েছে। জেলাজুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন দলীয় নেতৃত্ব।