দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেও যাঁরা হাত ধরে ঘুরতেন দিল্লি থেকে প্যারিস, পর্তুগাল—আজ তাঁদের দেখলে মনে হতো অচেনা মানুষ। মুখোমুখি হলেও একেবারেই এড়িয়ে যেতেন, সোশ্যাল মিডিয়াতেও একে অপরের নামগন্ধ ছিল না। হ্যাঁ, কথা হচ্ছে বলিউডের চর্চিত জুটি মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরকে নিয়ে।