দ্য ওয়াল ব্যুরো: সামান্য রাগে কী না হতে পারে। ক্ষণিকের আক্রোশ, জেদে কান্দিতে শেষ হয়ে গেল ছোট্ট প্রাণ। ভাইফোঁটার দিন ভাইয়ের সঙ্গে ঝগড়া মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যা করল এক কিশোর। মায়ের শত অনুরোধ সত্ত্বেও কিছুই হল না। তাঁর সামনেই মাটিতে পড়ে মৃত্যু হল।
মৃত বালকের নাম অপূর্ব হাজরা (১২)। সোমবার সকালে ভাইয়ের সঙ্গে সামান্য ঝগড়া হয় তার। সেই রাগে ও অভিমানে মা সাগরিকা হাজরার উপরও ক্ষোভ প্রকাশ করে সে এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। কেউ ভাবতেও পারেননি, এই অভিমানই শেষ পর্যন্ত তাকে এমন ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে।
#REL