দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা 'দাগি' তালিকায় একের পর এক তৃণমূল নেতা (TMC Leader), বিধায়ক-ঘনিষ্ঠদের নাম দেখা গিয়েছে। এনিয়ে রাজনীতির অন্দরে কম সমালোচনা হয়নি। রাজ্যের প্রধান বিরোধী দলই কড়া ভাষায় নিন্দা জানিয়েছিল। এবার সেই 'দাগি' তালিকায় (SSC Tainted List) দেখা গেল বীরভূমের বিজেপি নেতার (Birbhum BJP Leader) স্ত্রীর নাম।