দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) নিয়ে শুক্রবার দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission) জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেদিন তৃণমূলের (TMC) তরফে কমিশনের কাছে পাঁচটি প্রশ্ন রাখা হয়েছিল। ৭২ ঘণ্টা পরেও কমিশন যার জবাব দেয়নি বলে সাংবাদিক বৈঠক থেকে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।