দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, যত পরিচিতি তত দায়িত্ব। আবার কখনও দায়িত্বের ভারই বোধহয় পরিচিতি বাড়িয়ে দেয়। রাজনীতিকদের জীবন আপাতদৃষ্টিতে দেখতে ঝকঝকে হলেও, চাপের শেষ নেই সেকথা এক বাক্যে যে কেউ স্বীকার করবেন। মুখ খুললে বিপত্তি, না খুললেও বিপত্তি। কোথায় কী বললেন, তা নিয়ে কখন যে তিল থেকে তাল হবে! এসবের মাঝে ফিট থাকা অত্যন্ত চ্যালেঞ্জিং। হাজারো জিনিসের জন্য চাপে থাকে আমাদের হার্ট। তার যত্ন তো নিতেই হবে। তাই 'হার্ট ভাল রাখার আর্ট' খুঁজতে শহরে সম্প্রতি আয়োজিত হল 'দ্য ওয়াল আরোগ্য'। উদ্যোগকে সাধুবাদ জানালেন বাম নেতা শতরূপ ঘোষ।