দ্য ওয়াল ব্যুরো: দেখতে গেলে, ২৪ মিনিটেই ম্যাচ শেষ। ততক্ষণে দেয়াললিখন স্পষ্ট: আজ আর যাই হোক, ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অতীতের মতো মহাকাব্যিক কামব্যাক করতে পারবে না রিয়াল মাদ্রিদ। শুধু তিন গোলে পিছিয়ে থাকাই নয়, ‘মনোবল’ নামক বস্তুটাও কর্পূরের মতো উবে গিয়েছে। হতোদ্যম এমবাপে। হতবীর্য ভিনিসিয়াস। আর টাচলাইনে দাঁড়িয়ে হতবিহ্বল জাবি আলনসো। নিউ জার্সির ইস্ট র্যাদারফোর্ডের রোদজ্বলা দুপুরে পিএসজির মুহুর্মুহু হানায় বুদ্ধিভ্রষ্ট রিয়াল মাদ্রিদ। বাকি ৬৬ মিনিট ধরে যা চলল, তাকে এককথায় ট্রেনিং সেশন বলা যেতে পারে। কিংবা উত্তর-আধুনিক পাসিং ফুটবলের চিত্রময় প্রদর্শনী। যার ফাঁসে খাবি খে